আজ ভারতের উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় আশনি--সংবাদ চিত্র

আজ ভারতের উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় আশনি--সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।।আন্তর্জাতিক ডেস্কঃ
বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'অশনি' শক্তি হারিয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে; দমকা হাওয়া আর বৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে ভারতের অন্ধ্র উপকূলের দিকে। অন্ধ্র প্রদেশের কাকিনাদা জেলায় বুধবার সকাল থেকে ভারি বৃষ্টির খবর এসেছে ভারতের সংবাদমাধ্যমে।  

বিরূপ আবহাওয়ার কারণে অন্ধ্র প্রদেশের গুন্টুর, কৃষ্ণা, বিশাখাপত্তম, পশ্চিম ও পূর্ব গোদাবরী জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। সেখানে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কিনাদা-উপ্পাদা বিচ রোডে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধ্র প্রদেশের বোর্ড অফ ইন্টারমিডিয়েট এডুকেশন বুধবারের পরীক্ষা পিছিয়ে দিয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, দিক পরিবর্তন করে অশনি বুধবার সন্ধ্যার দিকে বিশাখাপত্তমের কাছ দিয়ে সাগরে বেরিয়ে আসতে পারে। বৃষ্টি ঝরিয়ে অশনি আরও দুর্বল হয়ে পড়বে এবং আজ বৃহস্পতিবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

অশনির প্রভাবে ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অফিস।

শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর তা ঘনীভূত হয়ে শনিবার নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপের রূপ নেয়। এরপর দ্রুত শক্তি সঞ্চয় করে রোববার ভোরে পরিণত হয় ঘূর্ণিঝড়ে। তখন এটি 'অশনি' নাম পায়।