আজ থেকে সাগরে ৬৫ দিন সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা-সংবাদ চিত্র

আজ থেকে সাগরে ৬৫ দিন সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা-সংবাদ চিত্র
আজ থেকে সাগরে ৬৫ দিন সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা-সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।। সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষণে গভীর সমুদ্রে  আজ থেকে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। 

আজ ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস অধিদপ্তর।নিষেধাজ্ঞার সময়ে
নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৮৬ কেজি করে চালসহ অর্থ সহায়তা দেয়া হবে।

 ইতোমধ্যে অধিকাংশ ট্রলার  মৎসঘাট এলাকায় এসে পৌঁছেছে। তবে আগত জেলেদের চোখে-মুখে হতাশার ছাপ। ঋণের বোঝা ও পরিবারের খরচ মেটানো আশঙ্কার জেলেদের মাঝে।

গভীর সমুদ্র থেকে ফেরা জনৈক জেলে জানান, সাগরে মাছ ধরে  সংসার চলতো।মৎস অবরোধের কারণে চলে আসতে হলো।  এখন থেকে বেকার সময় পার করতে হবে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সব মিলিয়ে  জেরেদের এ পেশা এখন হুমকির মুখে।

মৎসজীবী জেলে সংগঠনের নেতারা বলেন, সরকারিভাবে জেলেদের প্রণোদনা বাড়ানোসহ নিষেধাজ্ঞাকালীন গভীর সাগরে প্রশাসনের টহল বাড়ানোর দাবি।কারন ওই সময়ে পরিবেশি দেশের জেলেরা এ সময়ে সাগরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়।

ভোলা জেলার বৃহৎ মৎস ধরার এলাকা চরফ্যাশন।এখানে সাগরে ইলিশ ধরায় শীর্ষে।চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার  জানান, নিষেধাজ্ঞা চলাকালীন উপজেলার প্রায় ২৫ হাজারের অধিক জেলেকে দুই ধাপে ৮৬ কেজি করে চাল ও নগদ অর্থ সহায়তা দেয়া হবে। তিনি আরও বলেন, এসময়ে সাগরে মাছ ধরা বন্ধ থাকলে এরপরে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে।তবে গভীর সাগর ব্যথিত নদিতে অন্যান্য মাছ ধরা বিক্রি পরিবহন করা যাবে।