শিগগিরই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী-সংবাদ চিত্র

শিগগিরই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী-সংবাদ চিত্র

শেরপুর প্রতিবেদক।।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও'র (মাসিক পেমেন্ট ওর্ডার) কার্যক্রম যাচাই বাছই শেষ হয়েছে। শিগগিরই সরকার নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিবে। তবে কবে নাগাদ এই ঘোষণা আসছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তা স্পষ্ট করেননি।

আজ রবিবার (৮ মে)  শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেছেন। মন্ত্রী আরও বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

দীপুমনি বলেছেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছে। আগামিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে আওয়ামী লীগ প্রস্তুত।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, মেয়র গোলাম কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ প্রমুখ।