২৫ জুন খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু-সংবাদ চিত্র

২৫ জুন খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু-সংবাদ চিত্র

সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম গণমাধ্যমকর্মিদের এই দিন তারিখের কথা জানান।

আজ শুক্রবার (১৩ মে) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবন ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

উপমন্ত্রী বলেন, পাকিস্তানে যখন সরকার পতন হয় বিএনপিরা উল্লাস করে। আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসে তখনো বিএনপিরা উল্লাস করে। শ্রীলংকায় সরকার পতনেও তারা উল্লাস করে। তারা কিভাবে  বুঝল শ্রীলংকার মতো হবে এই দেশ। আসলে বিএনপির মাথায় কোন  সুষ্ঠু রাজনীতি নাই। ওদের মাথায় শুধু ষড়যন্ত্র। 

তিনি বলেন, এই দেশে আওয়ামী লীগের ভীত অনেক মজবুত। সরকারেও আওয়ামী লীগ, রাজপথেও আওয়ামী লীগ। আন্দোলনেও  আওয়ামী লীগ।