রাশিয়া-ইউক্রেন সমঝোতায় উচ্চ পর্যায়ে ইস্তান্বুলে বৈঠক-সংবাদ চিত্র

rasia ucren

রাশিয়া-ইউক্রেন সমঝোতায় উচ্চ পর্যায়ে ইস্তান্বুলে  বৈঠক-সংবাদ চিত্র

সংবাদ চিত্র ডেক্সঃ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে সমঝোতা আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনীয়দের কোনো কিছু না খেতে, পান না করতে আহ্বান জানিয়েছেন। তাছাড়া এসময় কোনো কিছু ছোঁয়া বা স্পর্শ করা থেকেও বিরত থাকতে বলেছেন তিনি।  

তুরস্কের ইস্তাম্বুলে আজ মঙ্গলবার শান্তি আলোচনায় বসেছেন, রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। সেই সমঝোতার মধ্যস্থতাকারী হিসেবে আছেন রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ। যিনি ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় অংশ নিয়ে  সম্ভাব্য বিষপ্রয়োগের শিকার হয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। 

প্রতিবেদনে বলা হয়, রোমান আব্রামোভিচের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে- মার্চের শুরুতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় অংশ নেওয়ার পর থেকেই চোখ জ্বালাপোড়া ও ত্বকে চুলকানিসহ বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন ইংলিশ ফুটবল ক্লাব চেলসির এই মালিক।

এই খবরের পর দিমিত্রি কুলেবা ইউক্রেনের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনীয় সমঝোতাকারীদের সতর্ক করেন। যদিও মার্কিন গোয়েন্দারা বলছেন, আব্রামোভিচ যে উপসর্গে ভুগছেন সেটা আসলে আবহাওয়া জনিত সমস্যা, বিষ নয়।