ওসিয়ত অনুযায়ী আবদুল গাফফার চৌধুরীর দাফন হবে বাংলাদেশে-সংবাদ চিত্র

ওসিয়ত অনুযায়ী আবদুল গাফফার চৌধুরীর দাফন হবে বাংলাদেশে-সংবাদ চিত্র

নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: বরণ্য সাংবাদিক ও কলামিস্ট এবং কালজয়ী একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর দাফন বাংলাদেশে হবে বলে জানিয়েছেন, তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। 

জামাল খান বলেন, মৃত্যুর আগে আবদুল গাফফার চৌধুরী বাংলাদেশের মাঠিতে তার লাশ দাফনের জন্য ওসিয়ত করে গেছেন। বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে নিজের কবরের জন্য তিনি জমি কিনে রেখেছেন।

তিনি বলেন, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ইস্ট লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ বাংলাদেশে প্রেরণ করা হবে। 

উল্লেখ্য, আবদুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার লন্ডন সময় ভোর ৬.৪৯মিঃ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনের বার্নেট হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।