সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম'র ৩০তম মৃত্যুবার্ষিকী কাল | সংবাদ চিত্র

সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম'র ৩০তম মৃত্যুবার্ষিকী কাল | সংবাদ চিত্র

এম,আবু সিদ্দিক।।ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এম,এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যু বার্ষিকী কাল। 

১৭সেপ্টেম্বর অধ্যক্ষ এম,এম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন, চরফ্যাশন সরকারী কলেজ, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মোনাজাত, হাফেজি মাদ্রাসা, এতিমখানায় খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করছে। কাল  দুপুর ১২ টায় ব্রজগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলামের শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অগ্নিকণ্যা বেগম মতিয়া চৌধুরী।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের শ্রদ্ধেয় বাবা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ  এম এম  নজরুল ইসলাম।
  
উল্লেখ্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম ১৯৪৩ সালের ১৬ অক্টোবর তৎকালীন বরিশাল জেলার ভোলা মহকুমার লালমোহন থানার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাদঁপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আবদুল হাকিম পন্ডিত এবং মাতার নাম জরিফা খাতুন। তিনি ১৯৩৭ সনে চরফ্যাশন টাফন্যাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, পরবর্তীতে ১৯৬৮ সালে চরফ্যাশন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পদে নিয়োগ পান। কিন্তু চরফ্যাশনের গণমানুষের দাবীর প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীতে আর যোগদান করেননি।  ১৯৭৯ সালে বাকেরগঞ্জ-৩ (চরফ্যাশন-লালমোহন) আসন থেকে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে দ্বিতীয়বার ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর হৃদযন্ত্রে ক্রীয়া বন্ধ হয়ে ঢাকা সোহরওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সেই থেকে এইদিনটি ভোলার দক্ষিণ জনপদের মানুষের কাছে শোকেরদিন।