চরফ্যাশন হাসপাতালের ডাক্তার-রোগীর মধ্যে অনাকাঙিত ঘটনার অবসান | সংবাদ চিত্র 

চরফ্যাশন হাসপাতালের ডাক্তার-রোগীর  মধ্যে অনাকাঙিত ঘটনার অবসান  | সংবাদ চিত্র 

চরফ্যাশন হাসপাতালের ডাক্তার হোসাইন শাওন ও রোগীর স্বজনের মধ্যে গতকাল (২০ আগস্ট ২০২৩) অনাকাঙ্ক্ষিত ঘটনার অবশেষে সমঝোতা  হয়েছে। 

আজ সোমবার চরফ্যাশন প্রেসক্লাবের হলরুমে সমঝোতা  হয়। চরফ্যাশন প্রেসক্লাবের গণমাধ্যমকর্মি ও বিভিন্ন নেতৃবৃন্দ নিয়ে আলোচনার মধ্য দিয়ে ফলপ্রসু সিন্ধান্ত নেওয়া হয়েছে।

ভবিষ্যতে হাসপাতালের ডাক্তার রোগীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং রোগী ও তাদের স্বজনরা ডাক্তারদের সৌহার্দ সম্পর্ক বজায় রেখে চিকিৎসা সেবা প্রদানের  অনুরোধ জানানো হয়েছে।

ডাক্তার কর্তৃক অসহায় রোগীদের অহেতুক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকা ও মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।

পরে উভয় পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার আর পুনরাবৃত্তি না হবেনা বলে গণমাধ্যমকর্মিদের আশ্বাস দেন আয়োজকরা।