শ্রীলংকাকে আলু দিচ্ছে বাংলাদেশ-সংবাদ চিত্র

শ্রীলংকাকে আলু দিচ্ছে বাংলাদেশ-সংবাদ চিত্র

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, বিপুল জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এই সংকটের সময়ে শ্রীলঙ্কাকে আলু সরবরাহ করতে পারে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব এসালা রুয়ান ওয়েরাকুন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। 

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর বিশ্বব্যাপী খাদ্য সমস্যার মধ্যে বাংলাদেশ আরও বেশি খাদ্য উৎপাদনে পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনা  আরো বলেন, বাংলাদেশের গবেষকরা বিভিন্ন লবণাক্ত ও খরা-সহনশীল ধানের জাত উদ্ভাবনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এ অঞ্চলের প্রধান শত্রু হিসেবে আখ্যায়িত করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের, এই অঞ্চলের দেশগুলির একে অপরের সাথে সহযোগিতা করা উচিত। বহু সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করা যেতে পারে।

এ সময় সার্ক মহাসচিব উইরাকুন সার্ক এগ্রিকালচার সেন্টারে অবদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মহামারীটি তার দেশে চলমান অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী এবং দ্বীপরাষ্ট্রটিকে বাংলাদেশ যে সহায়তা দিয়েছে তারও প্রশংসা করেন। উইরাকুন আরো জানান, শ্রীলঙ্কায় সারের অভাবে ধানের উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে। তাই এখন সেখানে সারের প্রয়োজন।