দক্ষিণ আইচা থেকে নিখোঁজ গৃহপরিচারিকা ইলমা | সংবাদ চিত্র

দক্ষিণ আইচা থেকে নিখোঁজ গৃহপরিচারিকা  ইলমা | সংবাদ চিত্র

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান  শিক্ষকের বাসা থেকে নিখোঁজ হয়েছে গৃহপরিচারিকা ইলমা। 

জানা গেছে, দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মাষ্টারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো ইলমা(১৩)। সে এতিম। তার মা- বাবা কেউ বেঁচে নেই। গত পাঁচদিন যাবৎ সে নিখোঁজ রয়েছে।
তার খোঁজে শুক্রবার রাতে দক্ষিণ আইচা থানায়  একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।  
জানা গেছে, আবুল কাশেম মাষ্টারের  বাসায় কাজ করতো ইলমা। বাসার গৃহকর্তী  কামরুন নাহারের বিরুদ্ধে কাজের মেয়ে  নির্যাতনের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, বাসায় প্রায়ই ইলমাকে বিভিন্ন অজুহাতে মারধর করতো।

এই অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম মাস্টার জানান,আমার বাসার কাজের মেয়েকে নির্যাতনের  অভিযোগ  অসত্য।

এই ঘটনা একটি মহল  সামাজিক যোগাযোগের মাধ্যমে এলাকায় অপপ্রচার করছে। যাহা অত্যন্ত দুঃখজনক। সে নিখোঁজ রয়েছে।তাকে উদ্ধারে থানার সাহায্য চেয়েছি। 

গত ১০ অক্টোবর থেকে ইলমার কোন খোঁজ মিলছেনা।কয়েকদিন যাবৎ ইলমাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার ভাগ্যে কি ঘটেছে তা কেউ বলতে পারছেন।
গৃহকর্তী কামরুন নাহার বলেন, কাজের মেয়ে ইলমা বাসার টাকা পয়সা জামা কাপড় নিয়ে পালিয়ে গেছে।এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় সাধারণ ডায়েরী করা হয়।


দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন বলেন, এলমা নিখোঁজ হওয়ার ঘটনায় বিষয়টি বাড়ির মালিক আবুল কাশেম মাষ্টার  গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।সাধারণ ডায়েরীর পরে পুলিশ নিখোঁজ ইলমাকে উদ্ধারের চেষ্টা চলাচ্ছে।