পরিক্ষায় প্রশ্ন ফাসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

পরিক্ষায়  প্রশ্ন ফাসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা :  শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, কাল থেকে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই।সরকার এব্যাপারে কঠোর অবস্থানে। যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে আইনী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে সরকার সজাগ রয়েছে।

আজ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে এখনও সরকারের কোন সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে আরও গবেষনার দরকার আছে। এরপরে ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে এলে জয়ী হতে পারবেন না জেনে নির্বাচনে আসতে ভয় পায়, তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে বিজয়ী হয়েছে।  যাদের কোন কার্যক্রমের বৈধতা নেই তারা আবার গনতন্ত্র নিয়ে কথা বলে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।  বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান।

সভার সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র মোঃ মোরশেদ,পৌর আ.লীগের সম্পাদক মনির আহমেদ শুভ্র। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি তোমাদের দেশ নিয়েও ভাবতে হবে। দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে মায়ের মতো ভালোবাসবে। সারা বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারনে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে বিশ্বের দ্রæত প্রবৃদ্ধির দেশগুলোর মধ্যে রেখেছেন। আমরা শেখ হাসিনার কর্মী,  আমরা দেশের জন্য কাজ করি। আমাদের কাজ দেশ ও দেশের মানুষের জন্য কাজ করা।