ঘূর্ণিঝড় অশনি:চরফ্যাশনে ১০হাজার জেলে মাছ ধরতে সাগরে--সংবাদ চিত্র

ঘূর্ণিঝড় অশনি:চরফ্যাশনে ১০হাজার জেলে মাছ ধরতে সাগরে--সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক।।ঘূর্ণিঝড় অশনি আরও ঘনীভূত হয়ে এর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে দিনভর ভারি বৃস্টি ও দমকা বাতাস বইছে।গভীর সাগরে মাছ ধরতে গেছে প্রায় ১০হাজার জেলে।

সাগর উত্তাল আবহাওয়ার এই সিগনাল তাদের কাছে এখনও পৌছাঁয়নি।ঘূর্ণিঝড় 'অশনি'র আগে সাগরে ১০ হাজার জেলে ইলিশ শিকারে গেছে।মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় স্বজনরা তাদের সাথে এখনও যোগাযোগ করতে পারছেনা।ঘূর্ণিঝড়ের মধ্যে মাছের ট্রলার নিয়ে সাগরে তারা কি অবস্হায় আছে তা কেউ জানেনা।তাদের নিকটাত্নীয়রা জানান,মাছের ট্রলারে তারা ১৫ দিনের খাবার নিয়ে সাগরে গেছেন।খাবার শেষ হলে তারা আবার কুলে ফিরবেন।এদিকে মৎস বিভাগ তাদের কাছে ম্যাসেজ পৌঁছাতে দ্রুত ব্যবস্হা নিচ্ছেন বলে তারা জানান।

জানা গেছে, কাল মঙ্গলবার  নাগাদ ঘূর্ণিঝড় অশনি ভারতের উপকূলে আঘাত হানতে পারে। যদিও এর প্রভাবে  বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষের মধ্যে ঘূর্ণিঝড় জলচ্ছাসের   আশংকায় রয়েছে। আজ সোমবার সারাদিন চরফ্যাশনে অঝড়ে বৃস্টি ও দমকা বাতাস বইছে।গ্রাম এলাকায় মানুষের জীবন জীবিকা থমকে গেছে।আজকালোর মধ্যে "অশনি" ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে  দ্বীপ ভোলার চরফ্যাশন উপকূলের নিন্মাঞ্চল সমুহ পানির নিচে তলিয়ে  যাওয়ার শংকা রয়েছে।
চরফ্যাশন উপজেলা প্রশাসন বিকালে বেড়িবাঁধ নীচু এলাকায় বসবাসরত মানুষকে  আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়ার জন্য সতর্ক করে প্রচার প্রচারণা করছেন।চরফ্যাশন রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা  স্ব-স্ব এলাকায় সতর্ক সংকেত পতাকা টানিয়ে দিয়েছে। এবং দুর্যোগের আশংকায় তারা সকল সদস্য প্রস্তুত রয়েছে বলে টিম লিডার জানান।
চরফ্যাশন উপজেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন,সকাল থেকে সারাদিন উপকূলের আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে।কর্মজীবি মানুষের জীবনযাত্রা ব্যহত হচ্ছে।ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় আমাদের দপ্তর থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।সেলফোনে সকল ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।