চরফ্যাশনের চর মানিকার নিখোঁজ আরও ১৪ জেলের সন্ধান পাওয়া গেছে | সংবাদ চিত্র

চরফ্যাশনের চর মানিকার নিখোঁজ আরও ১৪ জেলের সন্ধান পাওয়া গেছে | সংবাদ চিত্র

এম.আবু সিদ্দিক।।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের ১৪ জেলে সহ ট্রলার নিখোঁজের ৬ দিন পর সন্ধান মিলেছে।

নিখোঁজ জেলে বারেক মাঝির ভাই মো. বাবুল জানান, আমার ভাই বারেক মাঝি জানান, তারা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী  ভারতের মনিপুরে চালনায় মাছ ধরার ট্রলারসহ ১৪ জন জেলে সুস্থ আছেন। 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান জানান, চরমানিকা ইউনিয়নের ১৪ জন জেলে সহ বারেক মাঝির ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। জেলেরা তাদের পরিবারের সদস্যদের সাথে আজ বিকালে মোবাইলে কথা বলেছেন। এরা সবাই চর মানিকা এলাকার জেলে।১৪ জেলে র সন্ধান পেলেও  এখনও নিখোঁজ রয়েছে হাজারিগন্জের ২জন জেলে।

১৬ আগষ্ট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন “ লামিয়া ” নামে মাছ ধরার ট্রলারটি ১৪ জেলে নিয়ে শুক্রবার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। ট্রলার নিখোঁজ হওয়ার ৬ দিন পর আজ বুধবার  বিকালে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী মনিপুরের চালনা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় কোস্টগার্ড উদ্ধার করেছে।