সংবিধান অনুযায়ী নির্বাচন,বাহিরে যাওয়ার সুযোগ নেই -কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

সংবিধান অনুযায়ী নির্বাচন,বাহিরে যাওয়ার সুযোগ নেই -কৃষিমন্ত্রী ড.আব্দুর  রাজ্জাক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন,
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এর বাহিরে যাওয়ার  কোন সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগন।ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। জনগন ভোট দিলে ক্ষমতায় যাবে আর ভোট না দিলে ক্ষমতা ছেড়ে দিবে ।
আজ বৃহস্পতিবার  দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তব্য রাখেন।
এর আগে দুপুর ১২টায় চরফ্যাশন উপজেলার  জাহানপুর ইউনিয়নে  হর্টি কালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তি প্রস্থর করেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী 
ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, 'আওয়ামী লীগ কোনোদিন নীলকুটির, লালকুটির, সাহেববাজার কুটির, চোরাগলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি জনগন। আর জনগনের ভোটেই পুনঃরায়  আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হবে।
চরফ্যশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত  মহাপরিচালক মো: তাজুল ইসলাম পাটোয়ারী, বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মেহেদি মাসুদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. মনসুর আলম খান, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম প্রমূখ। 
হর্টি কালচার  ও টিস্যুকালচার সেন্টারে উন্নতমানের ফল, ফুল ও ঔষধি বৃক্ষের চারা ও কলম উৎপাদন হবে।  চরফ্যাশনের এই হর্টি ও টিস্যু কালচার বাংলাদেশে কৃষিতে  অভুতপুর্ব  বিপ্লব হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান তুহিন।