চরফ্যাশনে বুড়াগৌড়াঙ্গ নদীতে ধরা পড়েছে রাজা ইলিশ-সংবাদ চিত্র

চরফ্যাশনে বুড়াগৌড়াঙ্গ নদীতে ধরা পড়েছে রাজা ইলিশ-সংবাদ চিত্র

এম আবু  সিদ্দিক।।ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এলাকায় বুড়াগৌড়াঙ্গ নদীতে এক জেলের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। মাছটির ওজন প্রায় আড়াই কেজি। এই মৌসুমের জেলেদের জালে ধরা পরা সবচেয়ে বড় ইলিশ। 

শুক্রবারে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া চর ফারুকির নবীনগর বাজারে এ ইলিশ মাছটি বিক্রি করার জন্য আনা হয়েছে।দাম দেয়া হয়েছে ৫হাজার টাকা।

জানা গেছে শুত্রবার ভোর সাড়ে ৬ টার দিকে চরপাতিলায় বেল্লাল মাঝি ৪ জন জেলে নিয়ে বুড়োগৌরাঙ্গ নদীতে মাছ শিকারে যান। বেলা সাড়ে ১১টা দিকে  ইলিশ জালে উঠে একটি আড়াই কেজি ওজনের  ইলিশ।এছাড়াও তারা এর সাথে  আরও ১০ টি ইলিশ পেয়েছেন। রাজা ইলিশের মূল্য দিয়েছেন  ৫ হাজার টাকা। তিনি বলেন, এতো বড় ইলিশ এর আগে কখনও ধরা পড়েনি। মাছটি  ক্রয় করেন কামাল নামে এক মৎস্য আড়ৎদার।

 আড়ৎদার মো. কামাল বলেন,ইলিশের আকালের মধ্যে কয়েকদিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ মাছটি রাজা ইলিশ বলে আখ্যা দেন।