শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ:ঢাকা কলেজ বন্ধ ঘোষণা-সংবাদ চিত্র

s c

শিক্ষার্থীদের  হল ছাড়ার নির্দেশ:ঢাকা কলেজ বন্ধ ঘোষণা-সংবাদ চিত্র

শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে অধ্যক্ষের কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা কলেজের সব আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯ এপ্রিল ২০২২ তারিখ মঙ্গলবার থেকে ৫ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলগুলো বন্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার বিকেলের মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হলো।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মারমুখী অবস্থানের কারণে মঙ্গলবার সকাল থেকে ওই এলাকার সব দোকানপাট ও সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, ‘কিছুক্ষণ পরপরই এক-দুজন করে আহত ব্যক্তিরা আসছেন। আমরা এ পর্যন্ত ২০ জনের মতো পেয়েছি। তাদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত রয়েছে, তাঁদের নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়েছে। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এখানে যাঁদের আহত অবস্থায় পেয়েছি, তাঁদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।’

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বেশির ভাগই মাথায় আঘাত পেয়েছেন।

উল্লেখ্য, সোমবার রাতে নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের আবাও সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ইট ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিনত হয় ওই এলাকা।