চরফ্যাশনে রেডিও মেঘনা'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চরফ্যাশনে রেডিও মেঘনা'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চরফ্যাশনে রেডিও মেঘনা'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ভোলার চরফ্যাশনে “প্রান্তিক মানুষের অধিকার আদায়ে, আওয়াজ তুলি সজোরে” এই প্রতিপাদ্য শ্লোগানে গৌররের অভিযাত্রায় উপকূলের কণ্ঠস্বর" কমিউনিটি রেডিও মেঘনার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।উপকূলের মানুষের কথা বলে আজ ১০ম বর্ষে পর্দাপণ করলো কমিউনিটি রেডিও মেঘনা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার কর্মিদের আয়োজনে শহরে বনার্ঢ্য র‌্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

চরফ্যাশন উপজেলা প্রশাসন মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার বসাক চরফ্যাশন  প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, আবু সিদ্দিক উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার নিশি, শ্রোতা ফিডব্যাগ অফিসার লাভনী হোসেন,  সংবাদ প্রযোজক আছমা আক্তার সুরভী।

উল্লেখ্য ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি চরফ্যাশনে রেডিও মেঘনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।