সন্ধ্যার পরে বাতি জ্বললো পদ্মা সেতুতে-সংবাদ চিত্র

সন্ধ্যার পরে বাতি জ্বললো পদ্মা সেতুতে-সংবাদ চিত্র

এম আবু সিদ্দিক : পরীক্ষামূলক বাতি জ্বালানো হয়েছে পদ্মা সেতুতে। শনিবার সন্ধ্যা ৭টায় সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলার পর্যন্ত মুন্সীগঞ্জ প্রান্তে কয়েকটি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। তবে পুরো সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি জ্বালাতে ৫-৬ দিন সময় লাগবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। 

সূত্র মতে, সেতুজুড়ে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস। অপরদিকে জাজিরা নাওডোবা প্রান্ত থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লীবিদ্যুৎ সমিতি। 

৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে বসানো হয়েছে ৪১টি। গত বছর ২৫ নভেম্বর প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।আগামি ২৫জুন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরে আনুনিকভাবে চা লু হবে পদ্মা সেতু।