বোরহানউদ্দিনে বাস দুর্ঘটনা:নিহত-১-সংবাদ চিত্র

b s

বোরহানউদ্দিনে বাস দুর্ঘটনা:নিহত-১-সংবাদ চিত্র

বোরহান উদ্দিন প্রতিবেদকঃভোলার বোরহনউদ্দিন উপজেলায় যাত্রীবাহি ডাইরেক্ট  বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।  অনিয়ন্ত্রিত বাসের  চাপায় মো.খোরশেদ মোল্লা (৬০) নামে পথচারী নিহত হয়েছেন।

নিহত খোরশেদ  বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের  দালালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়ন এলাকায়  সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়  একাধিক প্রত্যক্ষদর্শিরা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী  ডাইরেক্ট বাসটি  মুচির পুল আবু মিয়া বাজার এলাকার সড়কের চলমান ব্রিজের নির্মাণ  কাজ চলায় ব্রিজ সংলগ্ন বিকল্প সড়ক দিয়ে বাসটি উঠার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময়  পাশদিয়ে চলাচলকৃত এক পথচারী চাপা পরে গাড়ির নীচে। চালক দিকবিদিক হারিয়ে যাত্রীদের রক্ষায়  প্রধান সড়কে উঠতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকান ভেঙে  অবশেষে খালে পড়ে যায়।

এতে বাসে থাকা প্রায় ১/১২ জন যাত্রী আহত হয়। আহতরদের স্থানীয়ভাবে  ঔষধের দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বোরহানউদ্দিন থানার ওসি( তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খালে পরা  দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।বাসের চালক পলাতক।সে জনরোষের ভয়ে পালিয়ে যায়।তবে বাসে থাকা এক যাত্রী জানান চালকের কোন দোষ নেই।ব্রেক ফেল হয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে বাসটি।আল্লাহর অশেষ মেহেরবানীতে যাত্রীরা রক্ষা পেয়েছে।