ফজিলাতুননেছা ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণা-নওরীন হক

ফজিলাতুননেছা  ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণা-নওরীন হক
শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। ছবি সংবাদ চিত্র
ফজিলাতুননেছা  ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণা-নওরীন হক

চরফ্যাশন ঊপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেছেন, শেখ ফজিলাতুন নেছা ছিলেন বঙ্গবন্ধুর  সকল কাজের অনুপ্রেরণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুঃসময়ে সাহস  ও অনুপ্রেরণা জুগিয়েছেন মহীয়সী এই সমহান নারী।সব সময় তিনি ভাবতেন সাধারণ মানুষকে নিয়ে।এজন্য  বাংলার মানুষ তাকে বঙ্গমাতা উপাধিতে ভুষিত করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে জনাকীর্ণভাবে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ৮ আগস্ট সকাল ১০টা ৩০মিঃ চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা শেষে ৮ দু:স্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।

সভাপতির  বক্তব্যে  নওরীন হক বলেন, বাংলার মহীয়সী নারী বেগম শেখ ফজিল্লাতুননেছা মুজিব। যিনি প্রজ্ঞা, ধৈর্য, সাহসিকতা, মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে বঙ্গবন্ধুকে সকল কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন। পাশাপাশি  দেশের দুঃসময়ে জনগণকে আগলে রেখেছেন নিজের মেধা ও বিচক্ষণতা দিয়ে। যার জন্য সবার কাছে তিনি ‘বঙ্গমাতা’ হিসেবে সমাদৃত।

তাঁর মায়ের আদর্শ বুকে ধারণ করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন আগামীর "স্মার্ট বাংলাদেশ" গড়ার প্রত্যয় নিয়ে। তাঁর নেতৃত্বে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে।


চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবীর সঞ্চালনায় শেখ ফজিলাতুন্নেছা নেছার জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী,উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,সহ শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম,সহ মহিলা বিষয়ক কর্মকর্তা হেমায়েত উদ্দিন ।
শশীভুষন থানার ওসি এনামুল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংবাদিক আমির হোসেন আমু।

শেখ ফজিলাতুননেছার জন্মদিনে   ৮জন দুস্থ অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাদেক মিয়া,  চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, চরফ্যাশন প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি আবু সিদ্দিক সহ দু:স্থ অসহায় নারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ আবু নাসের শেখ ফজিলাতুন্নেছা  রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

এরআগে সকাল ১০টায়  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে  চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বেগম ফজিলাতুন নেছার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।।


উল্লেখ্য-
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে শহীদ হন তিনি।