চরফ্যাশন মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটি গঠন

চরফ্যাশন  মাধ্যমিক  শিক্ষক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটি গঠন

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকল সদস্যদের সম্মতিক্রমে পুর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কুলসুমবাগ এ মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শাহ মাহমুদকে আহবায়ক করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় কমিটির আহবায়ক কমিটি গঠন করে।

অপরদিকে আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচন পরিচালনার জন্যে শিবারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আহমেদকে আহবায়ক করে  নির্বাচন  পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি, আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন পরিচালনা করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির  আহবায়ক শিবারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ, সদস্য যথাক্রমে সহকারি প্রধান শিক্ষক রকিব হোসাইন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, এনামুল হক আজাদ ও নীলিমা রাণী।

মাধ্যমিক শিক্ষক সমন্বয় কমিটির নয়া আহবায়ক কুলসুমবাগ এ মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শাহ মাহমুদ, সদস্য যথাক্রমে প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক আলাউদ্দিন, কবির হোসেন ও জান্নাতুল ফেরদাউস। 

আজ সোমবার সকাল ১০টায় চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে সমন্বয় পরিষদের সভাপতি হুমায়ুন কবির রাজন সভার সভাপতিত্ব করেন। মাধ্যমিক  শিক্ষক  সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম পরিষদের বার্ষিক  রিপোর্ট পেশ করেন। 

চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. টিপু‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম, নীলকমল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাউদ্দিন, সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস, নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, ও সহকারী শিক্ষক মো. হাসান প্রমুখ।

গঠনতন্ত্র অনুযায়ী  আগামী ৩ মাসের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ  নির্বাচন পরিচালনার জন্য  সদস্যগন তাদের উপর  অর্পিত দায়িত্ব প্রদান করেছেন।