চরফ্যাশন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা | সংবাদ চিত্র

চরফ্যাশন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা | সংবাদ চিত্র

চরফ্যাশন সদর উপজেলা পুষ্টি সমন্বয কমিটির সাথে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্যটিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের সভা অনুষ্ঠিত হযেেছ।

সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পুষ্টি সমন্বয কমিটির আযােজনে ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা, পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) সহযোগিতায পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয। এসময সভায উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা শোভন বসাক পুষ্টি বিষয়ে উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি আল নোমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান জয়নাল আবেদীন আকন্দ, পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) পরিচালক মোঃ কামাল উদ্দিন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মাহাবুব কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: রহমতউল্লাহ  নীলকমল ইউনিয়ন পরিষদ চেযারম্যান ইকবাল হোসেন লিখন, দৈনিক যুগান্তর চরফ্যাশন প্রতিনিধি শিপুফরাজী,সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক ,সিনিয়ার প্রকল্প সমন্বয়কারী বাবু শংকর কুমার দেবনা পিপিইপিপি প্রকল্প সমন্বয়কারী ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পুষ্টি সম্পর্কে আমাদের সবার জানা প্রয়োজন। একটি শিশু সঠিক পুষ্টি যদি পায তাহলে তার মেধার বিকাশ গঠবে। মাতৃত্বকালীন সময়ে গর্ভবতী মাকে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। মাযরে গর্ভ থেকে শুরু করে শিশু জন্মের ২ বছরের মধ্যে শিশুকে পুষ্টিকর খাবারে খাওযালে সেই শিশু সুন্দর করে বিকশিত হয়ে উঠবে। প্রতিটি গ্রামে গিয়ে নারীদের নিয়ে পুষ্টি বিষযক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এছাড়া সভায় সভায় দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার আলোকে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন, সমন্বয় ও মূল্যায়ন, পুষ্টি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়াজনীয় পদক্ষেপ গ্রহণ, পুষ্টি সপ্তাহ পালন, উপজেলা সার্বিক পুষ্টি উন্নয়ন কর্মসূচি/পরিকল্পনা প্রণয়ন,   উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি প্রতি ২ মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হওয়ার বিষয়ে ব্যাপক আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।